পাকিস্তান সীমান্তে তালেবানদের হামলায় ৪ সেনা নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় সীমান্তে সশস্ত্র তালেবান গোষ্ঠীর হামলায় আধাসামরিক বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। গতকাল রোববার এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে অতর্কিত হামলা করে তালেবান গোষ্ঠী। এতে চার সেনা নিহত হয়েছেন।

নিরাপত্তা তল্লাশি চৌকিটির কাছে আফগানিস্তান সীমান্ত রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছাকাছি এই অঞ্চলে প্রায়ই সহিংস ঘটনা ঘটে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত সশস্ত্র জঙ্গিরা নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন। তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন।’

Post a Comment

0 Comments