'মাদকের টাকার’ জন্য মায়ের গলা কেটে-বাবাকে কুপিয়ে জখম, ছেলে আটক

খাগড়াছড়ির মাটিরাঙার উপজেলায় মায়ের গলা কেটে ও বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগে এক যুবককে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

মাদকের টাকা না পেয়ে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি এলাকাবাসীর।

বৃহস্পতিবার রাত পৌন ১টার দিকে উপজেলার বেলছড়ির ক্যাম্পটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাটিরাঙ্গা থানা পুলিশের ওসি মো. তফিকুল ইসলাম তৌফিক।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন- আমেনা বেগম (৬০) ও তার স্বামী মো. আব্দুর রহিম (৭০)। আটক করা হয়েছে তাদের ছেলে আবুল কালামকে (৩৮)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ক্যাম্পটিলা এলাকায় আবুল কালাম নেশার টাকার জন্য মা আমেনা বেগমকে গলা কেটে হত্যার চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে বাবা আব্দুর রহিমকেও কুপিয়ে আহত করেন কালাম।

এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

Post a Comment

0 Comments