দেশে কিডনি সংক্রান্ত রোগে ভুগছে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ

দেশে কিডনি রোগ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থা কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)। দেশে প্রায় তিন কোটি ৮০ লাখ মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে প্রতিবছর প্রায় ৪০ হাজার কিডনি রোগী ডায়ালিসিসের ওপর নির্ভরশীল হন। শহর ও গ্রামাঞ্চলে সমানভাবে বাড়ছে এই রোগ।

গত মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘বিশ্ব কিডনি দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ।



Post a Comment

0 Comments