৩০ পেরিয়ে যাওয়া মানে শেষের পথে হাঁটার শুরু। ৩৫ ছুঁয়ে ফেললে বেজে যায় শেষের ঘণ্টা। বেশির ভাগ ফুটবলারের বাস্তবতা এটি। কিন্তু অন্যদের সঙ্গে অনন্যদের পার্থক্য কোথায়, সেটিই যেন দেখিয়ে চলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অবিশ্বাস্যভাবে, বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলের সংখ্যা এখন সমান!
সৌদি প্রো-লিগে শুক্রবার আল শাবাবের বিপক্ষে দারুণ একটি গোল করেন রোনালদো। হাজার গোলের লক্ষ্যের পথে ছুটে চলা তারকার গোল হলো এখন ৯২৬টি।
তবে স্রেফ একটি সংখ্যা নয়, এই গোল একটি বিশেষ মাইলফলকও। ৪০ বছর বয়সী রোনালদো এই গোলেই স্পর্শ করলেন ৩০ বছর বয়সী নিজেকে। হ্যাঁ, বয়স ৩০ হওয়ার আগে ও পরে তার গোলের সংখ্যা এখন সমান ৪৬৩টি।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলা, এই কথাটি তো যুগে যুগে কত ফুটবলারের জন্যই ব্যবহৃত হয়েছে। রোনালদোর মতো তা করে দেখাতে পারেননি সম্ভবত আর কেউ।
তুমুল আলোচনার ঝড় তুলে ২০২৩ সালে আল নাস্রে দেওয়া পর্তুগিজ তারকা সৌদি ক্লাবটির হয়েও করে ফেললেন ৯০ গোল। সেঞ্চুরি হওয়াটা স্রেফ সময়ের ব্যাপার।
আগে তিনটি ক্লাবের হয়ে গোলের সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তিনি। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে করেছেন ১৪৫ গোল, রেয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি এবং ইউভেন্তুসের হয়ে ১০১টি।রোনালদোর গোলের এই ম্যাচটি অবশ্য জিততে পারেনি তার দল আল নাস্র। ঘরের মাঠে ম্যাচটি ড্র হয় ২-২ গোলে।


0 Comments