লক্ষ্মীপুরে অবৈধভাবে একটি তিনতলা ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করার অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ী ও বিএনপি নেতাসহ ৫০ জনের বিরেুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আনোয়ার হোসেনসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আজ বৃহস্পতিবার সকালে সদর থানায় বাদী হয়ে এই মামলা দায়ের করেন করেন মাইন উদ্দিন। মামলায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, বাড়ি দখলের প্রধান অভিযুক্ত ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে এবং ৪৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় পলাতক রয়েছেন বিএনপি নেতা।
এর আগে ভোর রাতে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওই বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনসহ ৪২ জনকে আটক করা হয়। পরে এই চাঁদাবাজির মামলায় ৪২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।
0 Comments