উত্তর চর আবাবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল বাসেত হাওলাদার ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সরদার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এঘটনার জন্য একে অপরকে দায়ী করছে। আহতদের মধ্যে আব্দুল আজিজ লিটন হাওলাদার (৫২), মো. হেলাল (৪২), মো. কাউছার (২৬), মুর্তজা মাহি (২১), জয়নাল (৪২), ও ইসারুল্লা (২৩) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানা গেছে।
জানা যায়, দুইদিন আগে হায়দারগঞ্জ বাজারে রাতে বাসেত হাওলাদারের লোকজন মিছিল বের করে। মিছিল থেকে হাওলাদারের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি করার জন্য হুঁশিয়ার করে মিজান সমর্থকদের উদ্দেশ্যে শ্লোগান দেয়। এর জের ধরে শুক্রবার রাতে মিজান সমর্থকরা মিছিল করে। ওই মিছিল থেকে মিজান সমর্থকরা হাওলাদার সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হামলায় বাসেত হাওলাদারের ছেলে আব্দুল আজিজ লিটন হাওলাদার ও নাতি মো. কাউছারসহ ১২ জন আহত হয়েছেন। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
0 Comments